গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার দুপুরে ইমাম বাতায়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে ইমাম-মুয়াজ্জিনগনের ইমাম বাতায়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ধোধন ঘোষণা করেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান , সহকারী কমিশনার (ভুমি) রাফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম ওলামালীগের সভাপতি হোসাইন আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।