গাজীপুরের তেলিপাড়া ট্রাকস্ট্যান্ড এলাকায় হাসানুর রহমান (৩০) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাসানুর রহমানের পিতার নাম আজিজুর রহমান। শেরপুরের শ্রীবরদী থানায় বাড়ি তার। তিনি স্থানীয় ন্যাভেন্ডা পোশাক কারখানার কিউসি পদে চাকরি করতেন বলে জানা গেছে।
এ বিষয়ে ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, সকাল ৬টার দিকে তেলিপাড়ার ট্রাকস্ট্যান্ড এলাকায় কয়েকজন দুর্বৃত্ত হাসানুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় ঐ শ্রমিককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান এসআই জাকির।
জাকির জানান, নিহতের লাশ ঐ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।সূত্র- আরটিএনএন