
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল তিনটার দিকে স্থানীয়রা কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো: দাদন মিয়া জানান, ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ওই ব্যাক্তি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার পরিচয় জানা যায়নি।
নিহতের পরণে নীল-সাদা চেক লুঙ্গি এবং খয়েরি হাফ হাতা শার্ট রয়েছে।