গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ক মাসিক সভা বৃহস্পতিবার জেলা হাসপাতালের আয়োজনে স্থানীয় হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোসনেত আরা বেগম, সিভিল সার্জন ডাঃ মো. আমির আলী, জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ শাহীনুর রহমান, জেলা বিএমএ সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন, মুক্তিযোদ্ধা ইকবাল কবির মাজু প্রমুখ। সভায় গাইবান্ধা আধুনিক হাসপাতালকে ২৫০ শর্য্যায় উন্নীত করার লক্ষ্যে একটি কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। যাতে করে দরিদ্র জনগোষ্ঠী সুলভে স্বাস্থ্যসেবা পেতে পারে।