গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসকের সাথে জেলার সাত উপজেলা নির্বাহী অফিসারগণের বার্ষিক কর্মসম্পাদক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৩ জুলাই সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান ও জেলা কার্যালয়ে কর্মরত ম্যাজিষ্ট্রেট ছালমা খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, ফুলছড়ি উপজেলা নির্বাহী আব্দুল হালিম টলষ্টয়, সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন, সাঘাটার উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সাথে জেলা সাত উপজেলার নির্বাহী অফিসারগণের সার্বিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।