গাইবান্ধা প্রতিনিধি: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানের সহযোগিতায় হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
প্রথমে বিকেল সাড়ে চারটার দিকে গাইবান্ধা জেলা শহরের ১ নম্বর রেলগেটস্থ নাট্য সংগঠন পদক্ষেপ চত্বরে কদম গাছের চারা রোপণ করা হয়। পরে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানের সভাপতি এস এম বিপ্লব ইসলামের সভাপতিত্বে পদক্ষেপ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি সরোজ দেব।

হুমায়ূন আহমেদের জীবনী, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ের উপর আলোচনায় অংশ নেন হিমু পরিবহন গাইবান্ধা জেলা শাখার সদস্য তপু দাস, আরিফুর রহমান, সুফিয়া খাতুন, হেদায়েত উল্লাহ প্রধান, মেহেদী হাসান, রিজু মিয়া, মনিরুজ্জামান খান, বিশ্বজিৎ কুমার, মো. আল-আমিন, সাদ্দাম মন্ডল, শাহারুল সরকার, রাশেদ রানু, সাহীদ হাসান ও হিমু পরিবহনের জেলা সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) মাহমুদা বীথি প্রমুখ। পরে ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।