গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার একমাত্র নিয়মিত মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনা’র ১০৫তম আসর গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে সংগীত পরিবেশন করেন বেতার শিল্পী গাইবান্ধার প্রণতি রাণী মন্ডল ও রংপুরের বেতার শিল্পী অন্তর কুমার।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নজরুল গবেষক সুধীনদাস, ড. করুণাময়ী গোস্বামী, শিল্পী সবিতা চৌধুরী ও চলচিত্র অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর স্মরণে নিরবতা পালন করা হয়।
পরে অমিতাভ দাশ হিমুন ও শাহজাদী হাবিবা সুলতানা পলাশের সঞ্চালনায় শিল্পীরা নজরুল সংগীত ও আধুনিক গান পরিবেশন করেন। তাদের অনবদ্য পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে। সুচনায় শিল্পীদের ফুলেল শুভেচ্ছা জানান, রেজাউন্নবী রাজু ও আশরাফুল আলম সম্রাট। মোহনার সঞ্চালক পলাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সহকারি পরিচালক রিকতু প্রসাদ।

শেষে ক্রেস্ট দিয়ে তাদের সম্মাননা জানান মোহনার পরিচালক শাহ মশিউর রহমান ও মাহমুদ হাসান মিঠু। অনুষ্ঠানের মাঝামাঝি মোহনার অন্যতম সংগঠক ও সংগীত শিল্পী চুনি ইসলামের জন্মদিন পালিত হয়। তিনি জন্মদিনের কেক কেটে সংগীতের মাধ্যমে তার অনুভুতি জানান। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান, সত্যেন সেন সংগীত বিদ্যালয়ের পরিচালক শাহ মশিউর রহমান, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক খাজা সুজন, উদীচী জেলা সংসদের সম্পাদক মাহমুদুল গণি রিজন, শিশু আবৃত্তিকার মেঘলীনা দ্যুতি, সাহিত্যিক মোদাচ্ছেরুজ্জামান মিলু, মোহনার সাবেক পরিচালক প্রমতোষ সাহা ও রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার কবি মাহফুজ ফারুকের নেতৃত্বে রেডিও’র কর্মীরা।
বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন। শেষে মাহফুজ ফারুকের পরিচালনায় আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহনার সংগঠক মাহবুবুল আলম, সাজ্জাদ চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া।