গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ি মোড়ে মঙ্গলবার বিকেলে পল্ল¬ী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে লাভলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লাভলী বেগম ওই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
এলাকাবাসি ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, বিকেলে লাভলী বেগম মাঠে গরু আনতে যান। এ সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে তিনি জড়িয়ে যায়। তার আত্মচিৎকারে প্রতিবেশী ফুল মিয়া ও শরিফুল ইসলাম এগিয়ে গেলে তারও তারে জড়িয়ে যায়। লাভলী বেগম ঘটনা স্থলেই মারা যায়। অপর দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।