গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বন্যাদুর্গত ও ভাঙনকবলিত ৫১টি পরিবারের মধ্যে গতকাল শনিবার বিকেলে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। কামারজানি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদর উপজেলা শাখার আয়োজনে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, মসুর ডাল হাফ কেজি, সয়াবিন তেল হাফ লিটার, মোমবাতি ১ ডজন ও ২টি করে দিয়াশলাই। এসময় উপস্থিত ছিলেন কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম জাকির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা শাখার কমান্ডার আলী আকবর মিয়া, কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ইস্তেকুর রহমান সরকার, সন্তান কমান্ড সদর উপজেলা শাখার আহবায়ক জাকারিয়া হাবীব ও সদস্য সচিব এ জেড এম আল মনসুর পলাশ, কামারজানি সন্তান কমান্ডের আহবায়ক আবদুল কাদের ও সদস্য সচিব আবদুল জলিল, সন্তান কমান্ডের সদস্য তৌহিদুর রহমান তুহিন, ভিপি ধারন রায়, খালেদা আক্তার লাকি, মশিউর রহমান, মো. টিটু মিয়া ও সমাজসেবক এ টি এম শামসুল হুদা প্রমুখ।