গাইবান্ধা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন স্বাধীনতা বিরোধী মৌলবাদীগোষ্ঠী ও সাম্প্রদায়িক শক্তি আবারো মাথা চারা দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে জনজণকে গণঐক্যের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই নতুন প্রজন্মকে রক্ষা করা যাবে। নতুন প্রজন্মকে জ্ঞানের আলোকবর্তিতা আলোর পথে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। মাদক ও জঙ্গিবাদের কারণে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হচ্ছে। তাই হতাশাগ্রস্ত যুব সমাজকে সাংস্কৃতি ও খেলাধুলায় স¤পৃক্ত করতে পারলে তারা আর বিপদগামী হবে না। শিশুদেরকে বিকশিত করতে হলে তাদেরকে সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। মাদক প্রতিরোধ জনসচতেনতা ও গণপ্রতিরোধের মাধ্যমে সকল অভিভাবককে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

তিনি আরো বলেন, দীর্ঘদিনের দাবি নবম ওয়েজ বোর্ড তথ্য মন্ত্রনালয়ে প্রক্রিয়াধীন আছে। তা দ্রুত গঠন করা হবে। সাংবাদিকদের নিরাপত্তায় ৫৭ ধারা সংশোধন করা হবে। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০১৫ ও ২০১৬ সালে জাতীয় পর্যায়ে গাইবান্ধা জেলার বিজয়ীদের সংবর্ধনা এবং ২০১৭ সালে জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্টপোষক মীর মোশারফ হোসেন পাকবীর, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়াসিন মোহাম্মদ, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. সৈয়দ শামছুল আলম হিরু ও পৌর মেয়র মোঃ শাহ মাছুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।
শেষে গাইবান্ধা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করা হয়।