গাইবান্ধা প্রতিনিধিঃ ধুমপানমুক্ত পৃথিবী গড়ি- শুরুতে আগুন শেষে ছাই এই শ্লোগাণে গাইবান্ধা পৌরপার্কের পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব চত্বরে শুক্রবার বিকেলে ধুমপানবিরোধী গণস্বাক্ষর কার্যক্রম পরিচালিত হয়। এন্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন এন্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) জাতীয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম সাজিদ হাসান শান্ত। এসময় উপস্থিত ছিলেন এন্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, গাইবান্ধা জেলা শাখার আহবায়ক মো. মেহেদী হাসান, যুগ্ন-আহবায়ক শ্রাবণী রহমান, এস এম নাহিদ হাসান, সদস্য শাহীদ হাসান, সেঁজুতি হাসান, মাহির আসিফ হিমেল, শাহাদাত হোসেন ইমন, আজমির রহমান ইমন, সোলেমান আলী, রাহুল সরকার, মুন্ন প্রদান, ইশরাত জাহান, ওমর ফারুক, হাবিবা আক্তার হিমা, ইসমে আজম প্রসন্ন, রাব্বী ইসলাম হৃদয় প্রমুখ। গণস্বাক্ষর কার্যক্রমে গাইবান্ধার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০জন মানুষ ধুমপান না করার পক্ষে অংশ নেয়।