গাইবান্ধা প্রতিনিধিঃ বর্ষা মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলা পুলিশ মাছের পোনা অবমুক্ত করণ উৎসব পালনের এক বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে। সোমবার গাইবান্ধা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ পুলিশ লাইনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুলাহ আল ফারুক, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানসহ গাইবান্ধা জেলার সিনিয়র পুলিশ অফিসার বৃন্দ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধা জেলার ৭টি থানায় পুলিশের উদ্যোগে গোটা বর্ষা মৌসুম জুড়েই বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের এই কর্মসূচী অব্যাহত থাকবে।