গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গতকাল সোমবার শেষ দিনে গাইবান্ধা জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে স্থানীয় জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে সপ্তাহব্যাপী হয়ে যাওয়া বিভিন্ন কর্মকান্ডের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ.কা.ম রুহুল আমিন। জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ানের সভাপতিত্বে অ্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ, সাংবাদিক এবিএম ছাত্তার, সরকার শহিদুজ্জামান প্রমুখ। পরে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও বিজেতা উভয় দলের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।