গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গতকাল শনিবার ৫ম দিনে স্থানীয় গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে এক আলোচনা ও শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন চৌধুরী, উপাধ্যক্ষ প্রমদা রঞ্জন পাল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ প্রমুখ। পরে “ একমাত্র মাছই দেশের আমিষের চাহিদা পুরণ করেত পারে” এ বিষয়ে প্রতিষ্ঠানের কলেজ শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর দুই গ্রুপের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পক্ষে যুক্তি উপস্থাপন করে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা একাদশ শ্রেণির ফরহাদুজ্জামান ফিরোজ নির্বাচিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল শ্রেষ্ঠ বক্তা ও বিজয়ী দলের নাম ঘোষণা করেন।