গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার কাজলদপ এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্টে জরুরি ভিত্তিতে কাজ চলছে। জেলার মূল ভূখন্ডের উপর দিয়ে প্রবাহিত ঘাঘট নদী দ্বারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ বাস্তবায়ন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি)।
স্থানীয়রা তাদের কৃষি ফসল, মাছ এবং অন্যান্য সম্পদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। যেহেতু ঘাঘট নদীর পানির স্তর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নদীর পানির চাপের কারণে বাঁধের দুর্বল অংশটি খুলে যেতে পারে। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশটি পরীক্ষা করে বিডব্লিউডিবি ওই এলাকায় ডাম্পিং জিও-টেক্সটাইল বালি ব্যান্ড এবং বাঁশের পাইল্ডের মাধ্যমে কাজ শুরু করেছে।

বিডব্লিউডিবি’র নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, তারা আগে থেকেই বাঁধের দুর্বল পয়েন্ট সম্পর্কে সচেতন ছিলেন। বৃহস্পতিবার এ অঞ্চলে জরুরী মেরামতের কাজ শুরু করে মূল ভূখন্ডে নদীর পানি প্রবেশের জন্য স্থানীয়দের ভোগান্তি সৃষ্টি করতে পারে না।
বিডব্লিউডিবি’র সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মো. হারুন-রশিদসহ কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে ওই এলাকা পরিদর্শন করে কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে মেরামত কাজ সঠিকভাবে জনগণের স্বার্থে করা হয়।
শুক্রবার সকালে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মো.মাসরুুকুর রহমান খালেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, জেলা ও উপজেলা প্রশাসন নদী ভাঙ্গন এবং বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণ করে নজরদারি ও বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।