গাইবান্ধা প্রতিনিধিঃ এইচএসসি পরীক্ষার ফলাফলে গাইবান্ধার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহম্মদ উদ্দিন শাহ স্কুল এন্ড কলেজ শীর্ষ স্থান লাভ করেছে। এই কলেজে ২৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৩ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৬.৪৭। অপরদিকে গাইবান্ধা সরকারি কলেজ থেকে এবারের পরীক্ষা দিয়েছে ৮০৪ জন। তারমধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। পাশের হার ৯২.৭৯। অপরদিকে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৫০২ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪০৮ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন। পাশের হার ৮৩.২৭।