
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা দুর্গম চরাঞ্চলে দ্বিতীয় দিনের মতো জঙ্গি আস্তানার খোঁজে অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয় এ অভিযান। জানা যায়, উপজেলার ফজলুর ও ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, তালতলা ও খাটিয়ামাড়িসহ বিভিন্ন চরে এ বিশেষ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) মো. মইনুল হক।
তিনি বলেন, ‘জঙ্গি আস্তানার সন্ধান, তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার এবং নৌ-ডাকাতি রোধে চরাঞ্চলে এ অভিযান চলছে।’
অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, ফুলছড়ি থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ৫০ জন সদস্য অংশ নিয়েছেন বলে জানান তিনি।
এরআগে, বুধবার জেলার বিভিন্ন চরে সাত ঘণ্টা অভিযান চালায় পুলিশ। অভিযানে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে এক জনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।