
গাইবান্ধা প্রতিনিধিঃ সদ্য প্রয়াত গনাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা পলাশবাড়ী থানা বিএনপি’র সাবেক সভাপতি ও আব্দুল হাদীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপি’র সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাইফুল আলম সাজা, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান সরকার, আব্দুল মোন্নাফ আলমগীর, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা বিএনপি’র প্রবীণ নেতা খন্দকার শেলু, শহর বিএনপি’র সভাপতি শহিদুজ্জামান শহীদ, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোর্শেদ হাবীব সোহেল, জেলা যুদবলের সভাপতি খন্দকার মাহমুদুন নবী রিটু, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া জিম।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম জিন্না, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, পলাশবাড়ী থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, আবু আলা মওদুদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম রাজা, আব্দুল মজিদ বাটুল, দেলোয়ার হোসেন, মমতাজ আলী সরকার, থানা যুবদল সাবেক সভাপতি আয়নাল হক মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও থানা যুবদল সভাপতি ফরিদুল হক রুবেল প্রমুখ। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাহামুদুল নবী টিটুল।