গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সদর উপজেলার বালুয়া বাজার পরিদর্শনে আসেন ইতালিয়ান উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ইফাদ টিম। মঙ্গলবার পরিদর্শন টিমে ছিলেন ইতালিয়ান ইফাদ টিমের সদস্য এ্যানজা সোয়ানালা রেব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিনিধি ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন নিলর্মী, গাইবান্ধা এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী আহসান কবির, গাইবান্ধ সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ। পরিদর্শন টিমের সদস্যগণ বালুয়া হাট ও বাজারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মনিরা আক্তার মনি, সাবিনা ইয়াসমিন, শাহিনুর বেগম, ইউপি সদস্য মোজাম্মেল হক শফিউল ইসলাম সফি, শহিদুল ইসলাম সদু, শাহিন মিয়া, আল আমিন সরকার, আব্দুর রাজ্জাক, এনজিও প্রতিনিধি মোদাচ্ছেরুজ্জামান মিলু, প্রধান শিক্ষক বাদল চন্দ্র বর্মন, ব্যবসায়ী আলামিন খাঁ, দিপু খাঁ, সাদ্দাম হোসেন, সেলিম মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।