
খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাবু ওরফে গুড্ডু বাবু (৩৫) ও আল মাহমুদ (২৫) নামে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুজনই হত্যা মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী।
সোমবার ভোরে মহানগরীর রেলওয়ে প্রভাতী স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।
এদিকে অপর ঘটনায় সোনাডাঙ্গা থানা পুলিশের অভিযানে নূরনগর এলাকায় ইয়াসিন আরাফাত নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র এডিসি মনিরা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।