
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরকে সামনে রেখে এখন দল সাজাতে ব্যস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো।
প্রতিযোগিতার বাকী দলগুলোর মতো একই পথে হাঁটছে আসরের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সও। আসন্ন আসরের জন্য ক্রিকেটারদের দলে ভিড়ানোর ছক কষার পাশাপাশি কোচ হিসেবে কাকে নিয়োগ দিবে এ নিয়েও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দলটি।
আসন্ন তিন আসরের জন্য প্রধান কোচ হিসেবে দলটি নিয়োগ দিয়ে চমকে দিতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডিকে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন একাত্তর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন তিনি। আগামী তিন আসরে রংপুর রাইডার্সের কোচের ভূমিকায় টম মুডিকে দেখা যাবে জানিয়ে তিনি বলে, “প্রধান কোচ হিসেবে টম মুডির সাথে আমরা (রংপুর রাইডার্স) তিন বছরের চুক্তিতে গিয়েছি।”
সেই সাথে আসন্ন বিপিএলে নিজেদের প্রাথমিক লক্ষ্য শীর্ষ চারে খেলার যোগ্যতা অর্জন করা বলেও জানান তিনি। “এখনই যদি বলি ফাইনাল খেলবো সেটা একটু বেশি হয়ে যায়, আমাদের প্রাথমিক লক্ষ্য শীর্ষ চারে থেকে কোয়ালিফায়ার খেলা।”
এছাড়া নভেম্বর থেকে পর্দা ওঠতে যাওয়া বিপিএলের পঞ্চম আসরের জন্য নিজেদের বাজেট ১২ থেকে ১৫ কোটি টাকা বলেও এসময় জানান তিনি। পাশাপাশি আগের আসরের যে পরিমাণ বয়েকা বাকি আছে তা টুর্নামেন্ট শুরুর আগেই দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।