
জেলার ব্রহ্মপুত্র, দুধকুমর ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। পানি বাড়তে থাকায় আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এ পর্যন্ত আড়াই শতাধিক চরগ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার পরিবারের প্রায় ১ লাখ মানুষ। এক হাজারেও বেশি মানুষ বাঁধ, উঁচু রাস্তা ও বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান নিমজ্জিত হয়েছে। ক্ষতি হয়েছে পাট ও সবজি ক্ষেতের। অন্তত ২০টি স্পটে ভাঙন তীব্ররুপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় গৃহহীন হয়েছে আরো ৫০টি পরিবার।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ধরলা নদীতে ৬ সে.মি., ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে ৬ সে.মি. ও চিলমারী পয়েন্টে ৯ সে.মি. পানি বেড়েছে।
২ লাখ টাকা ও ১০০ মে. টন চাল বরাদ্দ পাওয়া গেলেও মাঠপর্যায়ে এখনও কোন ত্রাণ তৎপরতা শুরু হয়নি।