কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানা থেকে আটক নব্য জেএমবির প্রধান আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী আশরাদী জাহান তিথিসহ তিন নারী জঙ্গির ৮৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
অন্য দুই নারী জঙ্গি হলেন-নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড তালহার স্ত্রী সুমাইয়া এবং ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর এলাকার আরমানের স্ত্রী টলি বেগম।
সোমবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক এম এম মোর্শেদ এ আদেশ দেন।
ভোড়ামারা থানার ওসি (তদন্ত) আননুর যায়েদ তিন নারী জঙ্গিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করলে ৮৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরআগে রবিবার দুপুরে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বাদী হয়ে ঐ তিন নারীর বিরুদ্ধে মামলা করেন।
এদিকে বাড়ির মালিক নাসিমা খাতুনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার দিনগত রাতে কুষ্টিয়ার ভেড়ামারার বামনডাঙ্গায় একটি বাড়ি তল্লাশি চালিয়ে নব্য জেএমবির প্রধান আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথিসহ তিন নারী জঙ্গিকে আটক করে পুলিশ। এরা সবাই নব্য জেএমবি`র সুইসাইড স্কোয়াডের সদস্য। ওই বাড়ি থেকে বিপুল গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও সুইসাইড ভেস্ট জব্দ করা হয়েছে।সূত্র- আরটিএনএন