
কুষ্টিয়া সরকারি কলেজ খেলার মাঠ থেকে অজ্ঞাত (২৫) নারীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার সকালে সরকারি কলেজ মাঠ থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।
মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, সকালে স্থানীয়রা সংবাদ দেয়, সরকারি কলেজ মাঠে এক নারীর লাশ পড়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিক ভাবে পুলিশ শ্বাসরোধ করে হত্যা করার হয়েছে বলে ধারাণা করছে।
তবে মৃত্যুর সঠিক রহস্য উৎঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। তবে প্রেম ঘটিত কারনে হত্যাকান্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।