গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি গোঘাট এলাকার ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে ৯ বছরের এক অজ্ঞাত বালকের ভাসমান লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।
গত সোমবার বিকেলে অজ্ঞাত ওই বালকের লাশ নদীর পাড়ে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানার এস আই এম উজ্জল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, অজ্ঞাত ওই বালকের পড়নে কোন কাপড় পাওয়া যায়নি, গায়ের রং কালো, স্বাস্থ্য ভালো। এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরের অজ্ঞাত লাশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে পৌর গোরস্থানে তার লাশ দাফন করা হয়।