সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ লোকাল গভর্ণমেন্ট সাপোর্ট প্রজেক্টে (এলজিএসপি) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্ল্যহ সফলতা অর্জন করায় জেলার ৮২টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে এলপিএসপি প্রকল্প-২ এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অডিট প্রতিবেদনে ৩০ পয়েন্টের মধ্য সর্বোচ্চ ২৮ পয়েন্ট অর্জন করায় বেলকা ইউপি চেয়ারম্যানকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনদের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য এলজিএসপি চালু করে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে এলজিএসপির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কালভাট, সেতু মেরামত ও সংস্কার করে আসছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী প্রকৌশলী এলজিএসপির কাজের তদারকি করে থাকেন। প্রতি অর্থ বছরের শেষে স্থানীয় মন্ত্রনালয়ের অডিট টিম এলজিএসপির কাজের অডিট প্রতিবেদন দাখিল করে থাকেন। সে মোতাবেক বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মকান্ডের উপর ভিত্তি করে পয়েন্ট প্রদান করা হয়ে থাকে। এরই ফলশ্রুতিতে বেলকা ইউপি চেয়ারম্যান সর্বোচ্চ পয়েন্ট পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। শ্রেষ্ঠত্ব অর্জন করায় বেলকা ইউনিয়নবাসী চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।