1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন পলাশবাড়ী পৌরশহরের আমবাড়ীতে পৌর যুবদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে উপজেলার নাগরিক সংগঠনের ত্রৈমাসিক সভা হাসিনার ফাঁসির রা‌য়ে তারাগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের পাঁচ বছরের কারাদণ্ড তারাগঞ্জে নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে “ভুয়া দরপত্রের মাধ্যমে গাছ বিক্রি” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ

ঋতুপর্ণার অন্তরঙ্গ দৃশ্যের জন্য সমালোচিত ৯ সিনেমা

  • আপডেট হয়েছে : রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ২৫ বার পড়া হয়েছে

 

ভারতীয় বাংলা সিনেমায় জনপ্রিয় তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত।  বাংলার পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন এ তারকা অভিনেত্রী।  বাংলাদেশের বেশ কয়েকটি সিনেমাতেও দেখা গেছে তাকে।  ১৯৯৮ সালে দহন সিনেমার জন্য জাতীয় পুরস্কারের পাশাপাশি নানা পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ঋতুপর্ণা।

কিন্তু সিনেমার বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য অনেক সমালোচিতও হয়েছেন এ অভিনেত্রী।  ক্যারিয়ারের শেষ লগ্নে এসে তার সাহসী দৃশ্যের মাত্রা যেন আরো বেড়ে চলেছে।  এ অভিনেত্রীর অলোচিত কিছু খোলামেলা সিনেমার দৃশ্য নিয়ে এ রচনা।

আরোহণ
পিনাকী চৌধুরির এ সিনেমাতে ঋতুপর্ণা এক দেহাতি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।  সমদর্শীর সঙ্গে খোলামেলা প্রেমের দৃশ্যে তিনি অসাধারণ আবেদনময় অভিনয় করেছিলেন।  যা বাড়িয়ে দিয়েছিল দর্শকদের উত্তেজনা।

টান
পরিচালক মুকুল রায়চৌধুরীর পরিচালনায় নির্মিত সিনেমা টান এ অভিনয়ের মধ্য দিয়ে বেশ সমালোচিত হয়েছেন এ অভিনেত্রী।  এ সিনেমার কাহিনি গড়ে উঠেছে জলবেশ্যাদের ঘিরে।  তাই স্বাভাবিকভাবে সিনেমায় উত্তেজক দৃশ্য তো থাকবেই।  এ সিনেমায় অভিনেতা রাজেশ শর্মার সঙ্গে ঋতুপর্ণার শারীরিক সম্পর্কের খোলামেলা দৃশ্যটি দর্শকদের শিহরণ জাগানোর জন্য মোটেও কম ছিল না।

আকর্ষণ
এ সিনেমাটি পরিচালনা করেছিলেন দেবরাজ সিনহা।  এখানেও আবার সমদর্শীর সঙ্গেই দেখা গিয়েছিল তাকে।  আবারও তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা।  পর্দায় এ দুজন এতটাই সাবলীল ছিলেন যে দর্শকরা রীতিমতো শিহরিত হয়েছিল তাদেরে এ দৃশ্য দেখে।

তিনকন্যা
অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা তিনকন্যা।  সিনেমাটির সেন্সরের বাঁধা পেরুতে বেশ বেগ পেতে হয়েছিল।  শুরু থেকেই সমালোচনার মধ্যে ছিল এ সিনেমাটি।  কারণ ঋতুপর্ণার সঙ্গে সুদীপ মুখার্জির ও অভিনেত্রী উন্নতি দাভারার বেশ কিছু চরম অন্তরঙ্গ দৃশ্য ছিল এ সিনেমায়।

তৃষ্ণা
প্রীতম জালান পরিচালিত এ সিনেমাটিকে ঋতুপর্ণার অন্যতম খোলামেলা দৃশ্যপূর্ণ একটি সিনেমা মনে করা হয়।  শুধু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নয়,যথেষ্ট খোলামেলা পোশাকেও পর্দায় হাজির হয়েছিলেন এ অভিনেত্রী।

অনুরণন
নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরি নির্মাণ করেছিলেন অনুরণন সিনেমাটি।  সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা।  এখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন রাহুল বোস।  সিনেমায় ঋতুপর্ণার স্বামীর চরিত্রে দেখা গিয়েছিল রাহুলকে।  তাদের দুজনের বেশ কিছু চুম্বন জন্ম দিয়েছিল নানা সমালোচনার।

চারুলতা
২০১১ সালে মুক্তি পায় অগ্নিদেব চ্যাটার্জি পরিচালত সিনেমা চারুলতা।  সিনেমাটি রিমেক করেছিলেন এ নির্মাতা।  সিনেমাটিতে গায়ক এবং অভিনেতা দিব্যেন্দুর পাশাপাশি অর্জুন চক্রবর্তীর সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন ঋতুপর্ণা।

বেদেনি
অঞ্জন দাস পরিচালিত এ সিনেমায় একজন বেদেনির চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা।  চরিত্র অনুযায়ী চরম যৌন আবেদনসমৃদ্ধ কিছু দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।

আগ
সিনেমার রুপালি পর্দায় পা রাখার শুরুর দিকে আগ সিনেমায় অভিনয় করেছিলেন ‍ঋতুপর্ণা।  এ সিনেমায় অভিনেতা অতুল কুলকার্নির বিপরীতে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী।  এখানেও দারুণ সাহসীকতার পরিচয় দিয়েছিলেন তিনি।  খোলামেলা কিছু দৃশ্যে অভিনয় করে সমালোচনার কেন্দ্র হয়ে উঠেছিলেন ঋতুপর্ণা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft