আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষার প্রতিক্রিয়ায় জাতিসংঘে মার্কিন মিশন নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের জন্য অনুরোধ করেছে।
রবিবার নিরাপত্তা পরিষদের একজন কূটনীতিক মার্কিন সংবাদমাধ্যম ‘সিবিএস নিউজ’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক মাসের মধ্য উত্তর কোরিয়া তার দ্বিতীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে।
গত শুক্রবার চালানো এই ক্ষেপনাস্ত্র জাপান সাগরে অবতরণের আগে তা ১,০০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে। বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার পরিসীমার আওতায় লস এঞ্জেলেস, শিকাগো ও নিউইয়র্কের মতো শহরগুলোতে পৌঁছাতে সক্ষম।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলসন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার প্রতিফলন ঘটায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এমন একাধিক আইনকে উত্তর কোরিয়া নির্লজ্জভাবে লঙ্ঘন করেছে।’
এছাড়াও টিলারসন রাশিয়া এবং চীনকে ‘উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির মূল অর্থনৈতিক সহযোগী’ বলে অভিহিত করেন।
গত ৪ জুলাই উত্তর কোরিয়া তার প্রথম সফল ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায়। বিশ্লেষকরা জানান, ওই ক্ষেপনাস্ত্র যুক্তরাষ্ট্রের আলাস্কায় পৌঁছতে সক্ষম ছিল। ওই পরীক্ষার পর নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের নিন্দা করে একটি বিবৃতি দেয়।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন রেজল্যুশন প্রস্তাবের শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন আলোচনা করছে।