
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজনের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে। তবে, এখনো শঙ্কামুক্ত না হওয়ায় সোমবার রাত ১১টায় তাকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে।
সোমবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান এই তথ্য জানান, জানান।
শনিবার রাতে হুট করেই অসুস্থ হয়ে পড়েন সাবেক অধিনায়ক মাহমুদ। শুরুতে তাকে নেয়া হয়েছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে রবিবার দুপুরে নেয়া হয় ইউনাইটেড হাসপাতালে।
১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর নায়ক সুজন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সুজন সেখানে উপস্থিত ছিলেন না। পরে তার গুরুতর অসুস্থতার খবর জানা যায়।
একদিন আগে কক্সবাজারে শেষ হওয়া মাস্টার্স ক্রিকেট কার্নিভালে খেলেছেন সুজন। ‘র নেশন ঢাকা মেট্রো’র নেতৃত্ব দিয়েছেন তিনিই।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা সুজন বাংলাদেশ ক্রিকেটে দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বেশ ক’বার। অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সের সময়ে ছিলেন মাশরাফিদের বোলিং কোচ।