গাইবান্ধা প্রতিনিধিঃ পল্লী অঞ্চলের কর্মকর্তাদের দ্বারা ঐতিহ্যবাহী কতিপয় চরিত্রের পরিবর্তে উদ্ভাবনী চিন্তা ভাবনা করে সেবা প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন যাতে সময়-খরচ ও জনগণের আরো সেবা করা যায়।
তিনি বলেন, নতুন কর্মকান্ডের উদ্দেশ্য হচ্ছে টিসিভি পদ্ধতি (স্বল্প সময়ে, কম খরচে এবং কয়েকটি ভিজিট) অনুসরণ করে জনগণকে সেবা প্রদান করা। যাতে মানুষের আরো সময় কাটাতে এবং অনেকগুলি প্রচলিত পদ্ধতির মাধ্যমে অফিস থেকে সেবা পেতে পারে।
গাইবান্ধা সদর উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মিজানুর রহমান, সাংবাদিক সরকার শহীদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যারম্যানগণ।
তিনি আরো বলেন, এছাড়াও অংশগ্রহণকারীদের কর্মকর্তাদের ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশের সাথে এগিয়ে নিয়ে মানুষের উন্নতি করতে হবে। পাশাপাশি কোন হয়রানি এবং সুপারিশ ছাড়াই মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে আরো আন্তরিক হতে পেশাদারীদের আহবান জানান। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ মাল্টিমিডিয়া প্রজেক্টর মাধ্যমে জনগণের কাছে তার বিভাগীয় সেবা সম্পর্কে উদ্ভাবনী ধারণা সম্পর্কে একটি ধারণা উপস্থাপন করেন। সদর উপজেলায় আটটি কার্যালয় জনগণের স্বার্থে উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।