রাশিয়ার হয়ে প্রথমবারের মত উইম্বলডনের দ্বৈত শিরোপা জিতলেন অলিম্পিক চ্যাম্পিয়ন একাতেরিনা মাকারোভা ও ইলেনা ভেসনিনা। শনিবারের ফাইনালে মাকারোভা ও ভেসনিনা জুটি সরাসরি সেটে হারান তাইওয়ানের হোয়া চিং চান ও রোমানিয়ার মনিকা নিকুলেসকু জুটিকে।
৫৫ মিনিট স্থায়ী ফাইনাল ম্যাচে মাকারোভা ও ভেসনিনা জুটির সামনে দাঁড়াতেই পারেননি চান–নিকুলেসকু জুটি। প্রথম সেট থেকে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে খেলে সহজ জয় নিয়ে কোট ছাড়েন মাকারোভা–ভেসনিনা জুটি।
শিরোপা নির্ধারণী ম্যাচে মাকারোভা ও ভেসনিনা জুটি ৬–০ ও ৬–০ গেমে হারিয়েছেন চান–নিকুলেসকু জুটিকে।
২০১৩ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০১৪ সালে ইউএস ওপেনের দ্বৈত শিরোপা জিতেছিলেন মাকারোভা–ভেসনিনা। সূত্রঃ বাসস