আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সাক্ষাত করেছেন।
দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সন্ত্রাসী নেতা ফেতুল্লাহ গুলেন এবং পিকেকে ও পিওয়াইডির প্রতি মার্কিন সমর্থনের বিষয়টি বৈঠকে স্থান পাবে।
তুরস্ক পিকেকে ও পিওয়াইডি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন মনে করে, অন্যদিকে উত্তর সিরিয়াতে দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পিকেকে ও পিওয়াইডি নামক সন্ত্রাসী সংগঠনসমূহকে তাদের একান্ত সহযোগী হিসেবে গ্রহণ করেছে।
গত বছরের জুলাই মাসে মারাত্মক অভ্যুত্থানের প্রচেষ্টার সাথে জড়িত সন্ত্রাসী নেতা ফেতুল্লাহ গুলেনকে তুরস্কের কাছে হস্তান্তরের জন্য আঙ্কারা ওয়াশিংটনকে চাপ দিচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন প্রেসিডেন্ট এরদোগান সাথে বৈঠক করার আগে প্রধান তেল সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন।
কূটনৈতিক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের কূটনীতিকরা সিরিয়ায় যুদ্ধ, সন্ত্রাসবাদ বিরুদ্ধে লড়াই ও কাতার সঙ্কট বিষয়ে আলোচনা করেন।
সকালে টিলারসন বিশ্ব পেট্রোলিয়াম কাউন্সিলের সর্বোচ্চ স্বীকৃতি লাভ করেন। তেল ও গ্যাস শিল্পের সর্ববৃহৎ এই সভাটি ইস্তাম্বুল কনভেনশন সেন্টারে (আইসিসি) অনুষ্ঠিত হয়। এ সম্মেলনটি ১৩জুলাই পর্যন্ত চালবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার পুরস্কার গ্রহণ করার সময় গত বছরের ভয়াবহ সামরিক অভ্যুত্থান বিরুদ্ধে সাধারণ জনগণের অবদানের কথা স্বীকার করেছেন।
তিনি বলেছেন, ‘প্রায় এক বছর আগে, তুর্কি জনগণ, সাহসী পুরুষ-নারী অভ্যুত্থানের পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল এবং গণতন্ত্রকে রক্ষা করেছিল’।
আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে