পশ্চিম তীরের নাবি সালাহ্ শহরে ইসরাইলী সৈন্য ও পুলিশের একটি গ্রেফতার অভিযানে রোববার ভোরে এক ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করা হয়েছে। যুবকটি ইসরাইলী বাহিনী লক্ষ্য করে গুলির চেষ্টা করছিল বলে দাবি করেছে তারা।
ইসরাইলী সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘বাহিনীর সদস্যরা ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। সে তাদের লক্ষ্য করে গুলি করার চেষ্টা করছিল।’
৩৪ বছর বয়সী আমার হালিল নামের ওই ফিলিস্তিনী যুবকের বাড়ি নাবি সালাহ্তে।
খবর এএফপি’র।
বিবৃতিতে ইসলাইলী সেনাবাহিনী আরো জানায়, গ্রেফতার অভিযানকালে অপর এক ফিলিস্তিনী আহত হয়েছে। তাকে গ্রেফতার করা হয়। সূত্রঃ বাসস