এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগির মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
বধুবার বিকালে উপজেলার ভাটি কাপাসিয়া আশ্রয়ণ-২ প্রকল্পের ২১০ জন সুবিধাভোগিদের মাঝে ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি আতিয়ার রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ণ কর্মকর্তা ইউসুফ ভূঁইয়া, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমূখ। প্রত্যেক সুবিধাভোগি সদস্যকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। ওই আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগি সদস্য রয়েছে। এর আগে ১৫০ জন সুবিধাভোগির মাঝে ঋণ বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান মন্ত্রী নিজস্ব প্রকল্প হতে সমবায় অধিদপ্তর এই ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছেন।