
আশুলিয়ার নরসিংহপুরে মেঘনা অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শনিবার রাত শোয়া ৯টার দিকে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অফিসের ডিউটি অফিসার মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিএনএনকে বলেন, রাত শোয়া ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সুত্রপাত সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো কিছু বলা যাচ্ছে না।
তিনি আরো জানান, কারখানার ছয়টি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। কারখানায় চার হাজার পাঁচশ শ্রমিক কাজ করেন। তবে রাতে কারখানাটিতে নির্ধারিত কর্মঘণ্টার পর কতজন শ্রমিক ওভারটাইম করতে গিয়ে আটকা পড়েছে, তা এখনো জানা যায়নি। তবে বিপুল হতাহতের অশঙ্কা করা হচ্ছে।