দেশে পরিবর্তনের জন্য আল্লাহ জাতীয় পার্টির হয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, অনেক অত্যাচার-অবিচার সহ্য করে জাতীয় পার্টি টিকে আছে। এটি মুছে যাওয়ার কথা ছিল, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ ওপরে থাকায় তা সম্ভব হয়নি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এরশাদ বলেন, অভিশপ্ত বাংলাদেশে কোনো সুসংবাদের দেখা পাওয়া না। এর পরিবর্তন হওয়া দরকার এবং এই পরিবর্তনের জন্য আল্লাহ জাতীয় পার্টির পক্ষে রাজনীতি করছেন। আল্লাহ পরিবর্তন চান, বাংলাদেশকে অভিশাপমুক্ত করতে তিনি জাতীয় পার্টিকে সাহায্য করছেন।
তিনি বলেন, অনেক অত্যাচার-অবিচার সহ্য করে জাতীয় পার্টি টিকে আছে। আমাকে জেলে নেওয়া হয়েছিল, দলের অনেক নেতাকর্মীকে জেলে নেওয়া হয়েছিল; অনেকের মৃত্যু হয়েছে। দল ভাঙ্গার চেষ্টা হয়েছিল, কিন্তু পার্টি ধ্বংস হয়নি। কারণ, আল্লাহ জাতীয় পার্টির হয়ে রাজনীতি করছে।
এরশাদ বলেন, এখন প্রতিদিন কেবল মরার খবর দেখি। প্রতিদিনই মৃত্যুর খবর, দেশে এখন চলছে কেবল ধর্ষণ আর মৃত্যু। কোনো সুসংবাদ দেখিনা। এই দেশতো আমরা চাইনি। আমরা সুন্দর দেশ চেয়েছিলাম, কিন্তু এত রক্তাক্ত কেন? এই দেশ আমরা চাই না।। এটি এখন অভিশপ্ত বাংলাদেশ। এদেশকে অভিশাপ থেকে মুক্ত করতে হলে পরিবর্তন প্রয়োজন।
জাতীয় পার্টির সামনে ক্ষমতায় যাওয়ার সুযোগ রয়েছে মন্তব্য করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, মানুষের মনে হতাশা আছে। এটি দূর করতে পারে জাপা, আমাদের সামনে এখন সুযোগ এসেছে। এ সুযোগ হেলায় ফেলা যাবে না।
তিনি বলেন, এতদিন আমরা ছিলাম ব্যাক বেঞ্চার, এখন প্রথম বেঞ্চে এসেছি। এখন রাজনীতিতে জাতীয় পার্টি বিরাট ফ্যাক্টর। জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না, আর আমরা নির্বাচনে এলে আমাদের ক্ষমতায় আসারও সুযোগ রয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা এতদিন গৃহপালিত বিরোধী দল ছিলাম। আমাদের কথা বলার সুযোগ ছিল না, সংসদে আমরা সরকারের পক্ষে কথা বলতাম। কিন্তু এখন আমরা জোট গঠন করার পর জনগনের মনে নতুন আশা জেগেছে। আমরা প্রমাণ করেছি যে আমাদের শক্তি আছে, আমরা অবহেলার পাত্র না। তবে বক্তব্য না, মাঠে গিয়ে প্রমাণ করতে হবে যে আমরা ক্ষমতা অর্জন করেছি। আমরা শক্ত হয়েছি, আমাদের সামনে সুযোগ আছে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, এখন বিরাট অংকের ঘাটতি রেখে বাজেট দিতে হয়, কিন্তু আমাদের আমলে সেটি করতে হয়নি। বাজেটে উদ্বৃত্ত থাকতো।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের।সূত্র- আরটিএনএন