
বিনোদন ডেস্ক: চিকিৎসার জন্য সোমবার ভারতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ও শাকিব পত্নী অপু বিশ্বাস।
অপু বলেন, আমি বেশ ভালো আছি। আর আমার সন্তান জয়ও ভালো আছে। শাকিব তার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমিও আমার মতো আছি। ছেলে জয়কে নিয়ে আমি সোমবার ভারতে যাবো। সেখানে আমার পাশাপাশি জয়ের বডি চেকআপ করাবো। আমি মা হবার পর নিয়মিত ব্যায়াম করছি। তবে আমার মনে হয় এভাবে টানা ব্যায়াম না করে ডাক্তারের পরামর্শে চলা উচিত। পাশাপাশি জয় যেহেতু ভারতের হাসপাতালে জন্মেছে তাই সেখানে তার কিছু চেকআপ করানোর জন্যই মূলত যাচ্ছি। কয়েকদিন পর দেশে ফিরে আসবো।
এবার ঈদে অপু অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পেয়েছে। শাকিবসহ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিটি ব্যাপাক দর্শক জনপ্রিয়তা পেয়েছে।