
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে সিটিসেলের তরঙ্গ খুলে দিয়েছে বিটিআরসি। মঙ্গলবার রাতে বিটিআরসি কর্তৃপক্ষ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানী সিটিসেলের বন্ধ করা তরঙ্গ ২৪ ঘন্টার মধ্যে চালু করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয় আপিল বিভাগ। একই সঙ্গে লাইসেন্স বহাল রাখারও নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সিটিসেলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আহসানুল করিম। বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা ই রাকিব।