
ডিসি সম্মেলন থেকে বেরিয়ে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, নিশ্চিত থাকেন আগামী বছর থেকে রাজধানীতে আর এই জলাবদ্ধতা থাকবে না।
বুধবার বিকালে সচিবালয়ে ডিসি সম্মেলনে বক্তব্য রাখার পর মন্ত্রী বাইরে অপেক্ষামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।
রাজধানীর চারপাশের খাল উদ্ধার করে আগামী বছরের মধ্যে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকার চারপাশে ৪৬টি খাল আছে। খালগুলো শনাক্ত করা, উদ্ধার করা এবং জরুরি ভিত্তিতে কমপক্ষে ১৮টি খাল সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে ওয়াসাকে। আশা করছি, এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আগামী বছর রাজধানীতে আর জলাবদ্ধতা হবে না।
এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের ষষ্ঠ অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।
অধিবেশন শেষে বেরিয়ে মন্ত্রী সাংবাদিকদের জানান, শহরগুলোতে শিশুদের খেলার জন্য এখন কোনও মাঠ নেই। কিন্তু তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিনোদন জরুরি। সেজন্য ডিসিদের স্থায়ী বিনোদন কেন্দ্র তৈরির করা সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি।