
বিনোদন ডেস্ক:
বর্তমান বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল পরীমণি। নতুন নতুন ছবি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন হালের এই নায়িকা। কিছুটা রাখঢাক করে পরীমণি নিজের আপন মানুষটিকে নিয়ে কথাবার্তা বলেছেন এতোদিন। এই মানুষটি সম্পর্কে জানতে ভক্তদের ছিল অধীর আগ্রহ। তবে সব কিছুর অবসান ঘটিয়ে পরীর প্রেমিক নিজেই জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।

মানুষটি কে?
পরীমণি প্রেমিকের নাম তামিম হাসান, তিনি সাংবাদিকতা করেন। দীর্ঘ সময় বিনোদন সাংবাদিকতার পাশাপাশি এফএম রেডিও ‘রেডিও আমার’ এর জনপ্রিয় অনুষ্ঠান লাভগুরুর উপস্থাপনা করতে গিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন লাভগুরু হিসেবে।
তামিম তার ফেসবুকে রিলেশনশীপ স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। পরীমণির সঙ্গে তার দেয়া রিলেশনশীপ স্ট্যাটাসই তাদের প্রেমের সম্পর্ক সবার কাছে পরিস্কার করেছে। অবশ্য পরীমণি সম্পর্কের স্ট্যাটাসটি শেয়ার না দিলেও বুধবার তার দেয়া একটি ফেসবুক স্ট্যাটাস অনুসন্ধান করেই স্পষ্ট হয় প্রতিবেদকের কাছে।
পরীমণির গতকালের স্ট্যাটাস ছিলো তামিমের জন্মদিন নিয়ে। উল্লেখ্য তামিম হাসানের জন্মদিন ছিল গতকাল ১২ জুলাই। নাম গোপন করে পরীমণি তার স্ট্যাটাসে লেখেন, ‘আজ বৃস্টি রাতের এক বছর। শুভ জন্মদিন।’
