গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা শিশু একাডেমি বরেণ্য ব্যক্তিত্ব ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নানের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সুধী ও শিক্ষার্থী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেখসানা বেগম। সভার শুরুতে অধ্যাপক মান্নানকে উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি। এরপর তাঁর হাতে এক এক করে তুলে দেয়া হয় তাঁর ছবি সম্বলিত ক্রেস্ট ও পুরস্কারের বই। সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই প্রবীণ শিক্ষকের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন, শিক্ষক স্বপন সাহা, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জহুরুল কাইয়ূম ও প্রমোতোষ সাহা।
সংবর্ধনার জবাবে অধ্যাপক মাজহারউল মান্নান বলেন যে, তিনি যে কঠোর দােিদ্রর বিরুদ্ধে যুদ্ধ করে, পাহাড় প্রমাণ বাধা ডিঙিয়ে বর্তমান অবস্থানে আসতে পেরেছেন তা আজকের প্রজন্মকে বিশ্বাস করানোই দায়। তিনি তরুণ প্রজন্মকে শিক্ষাদীক্ষা থেকে শুরু করে জীবনের সর্ব ক্ষেত্রে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, অধ্যাপক মাজহারউল মান্নান ১৯৯৯ সালে সরকারি কারমাইকেল কলেজ থেকে অবসর গ্রহণের পর স্থানীয় ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আহম্মদ উদ্দিন শাহ্ স্কুল ও কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ওই একই প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।