
এ বছরের হজ ফ্লাইট আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে এবং ফিরতি হজ ফ্লাইট আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৭ সালের হজ ব্যাবস্থাপনা বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ফ্লাইটের টিকিট নিয়ে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রী সৌদি যাবেন। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স যৌথভাবে ৫০ শতাংশ করে যাত্রী পরিবহন করবে।
হজযাত্রীদের যাতে ভোগান্তি না হয় সে জন্যে টাস্কফোর্স গঠন করে সার্বিক ব্যবস্থাপনা মনিটরিং করা হবে বলেও জানান মন্ত্রী।
মেনন বলেন, ২০১৭ সালের হজযাত্রী পরিবহন কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ও ওমরা নীতি ২০১৭ অনুযায়ী সংশ্লিষ্ট এয়ারলাইন্স বিমান বাংলাদেশ লিমিডেট এবং সৌদি এয়ালাইন্সকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।