এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে বাল্য বিয়ে, নিরাপদ মাতৃত্ব ও জঙ্গিবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার- এস.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, আবু সোলামান সরকার সাজা, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, পঃ পঃ কর্মকর্তা-ইউসুফ আলী, জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা- শাহানাজ পারভীন, প্রধান শিক্ষক রওশন আলম প্রমূখ।