এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ ভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলার তালুক বেলকা গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে মনোয়ারুল ইসলাম, পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মালেক উদ্দিনের ছেলে আনিসুর রহমান, নতুন দুলাল গ্রামের খয়বর রহমানের ছেলে মতিউর রহমান, মজিদ উল্লাহর ছেলে হাফিজার রহমান, হাসেন আলীর ছেলে শিপন মিয়া,হাফিজার রহমানে ছেলে শহিদুল ইসলাম, তছর উদ্দিনের ছেলে বকুল মিয়া, ছকমল হোসেনের ছেলে শফিউল ইসলাম ও খামার ধুবনী গ্রামের হাসেম আলীর ছেলে ময়নাল হককে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। থানার ওসি আতিয়ার রহমান গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে জানান-তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিল।