এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মধ্য বোচাগাড়ী গ্রামে সড়কে প্রাণ গেল এক যুবকের। বুধবার বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের গ্রামীণ টাওয়ার সড়কে মোটর সাইকেলের যাত্রী রাজা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়। রাজা মিয়া উজান বোচাগাড়ী গ্রামের টুকু মিয়ার ছেলে। ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড় ভাই ফুল মিয়ার মোটর সাইকেলের পিছনে চড়ে ছোট ভাই রাজা মিয়ার বাড়ি হতে চন্ডিপুর বাজারের উদ্দেশ্যে গ্রামীণ টাওয়ার সড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে মধ্য বোচাগাড়ী নামক স্থানে একটি অটো ভ্যানকে সাইট দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে ঘটনা স্থলেই রাজা মিয়া মারা যান। এ ঘটনায় মোটর সাইকেল চালক ফুল মিয়া গুরুত্বর আহত হয়েছে। খবর পেয়ে ধুবনী কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এনায়েত কবির ঘটনাস্থল পরিদর্শন করেছে।