এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সেতুর মাঝখানে ধসে গেছে। বাহির থেকে যানবাহন চালকের বোঝার কোন উপায় নেই। যে কোন মহুত্বে দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণে সেতুর উপর পৌর সভার পক্ষ থেকে পাহারাদার বসানো হয়েছে। পাশাপাশি সেতুর দুইপাশে সর্তক বার্তার সাইনবোর্ড এবং লাল কাপড়ের নিশান ঝুলিয়ে দেয়া হয়েছে। এ ভাবে আর কতদিন চলবে প্রশ্ন পৌরবাসির।
সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ-রংপুর সড়কে মীরগঞ্জ খালের উপর ডাকবাংলো সেতুটির এ অবস্থা দীর্ঘ ৫ বছর ধরে। ঝুঁকি নিয়ে পথচারি ও ছোট-খাটো যানবাহন চলাচল করছে প্রতিনিয়ত। যে কোন মহুত্বে ধসে পড়তে পারে সেতুটি। সেতুটির উপর দিয়ে যাতে করে ভারি যানবাহন চলাচল করতে না পারে সে জন্য পৌর সভার পক্ষ হতে স্থানীয় একজন যুবককে পাহারাদার হিসেবে রেখে দেয়া হয়েছে। মীরগঞ্জ বাজারের ব্যবসায়ী মনি কুমার সাহা জানান-সেতুটি মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে সেতুটির উপর দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। যার কারণে আমাদেরকে ট্রাকে করে মালামাল নিয়ে এসে সুন্দরগঞ্জ বাজারে নামিয়ে তা ভ্যান যোগে দোকানে নিতে হচ্ছে। এতে করে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। সে কারণে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিতে হচ্ছে ক্রেতাদের নিকট থেকে। সেতুটি নির্মাণ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এই সেতুটি। নির্মাণের পর থেকে আজ পর্যন্ত সেতুটি সংস্কার ও মেরামত করা হয়নি। ইতিমধ্যে সেতুটির রেলিং ভেঙ্গে গেছে, পিলার এবং সেতুর মাঝ খানে ধসে গিয়ে রড বের হয়ে গেছে। বর্তমানে সেতুটি ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। সেতুটির উপর ১০ হতে ১৫ জন মানুষ উঠলে অনাবরত কাঁপতে থাকে।
পৌর মেয়র আব্দুল্লাহ্-আল-মামুন জানান- সেতুটি পৌর শহরের মধ্যে হলেও এটি জেলা পরিষদের আওতাধীন। সেতুটি নির্মাণের ব্যাপারে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।
উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল মনছুর জানান-সেতুটি পুন নির্মাণের জন্য চাহিদা পত্র পাঠানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই বরাদ্দ পাওয়া যাবে।