এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার সাংবাদিক কল্যাণ পরিষদ কার্যালয়ে সভাপতি মোশাররফ হোসেন বুলু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সামিউল আমিন, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) উমর ফারুক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক এএইচএম রাশেদুল ইসলাম, পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিঞা । পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যায়ের উপর প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আ’লীগ সেক্রেটারী জাহাঙ্গীর আলম, সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক একেএম শামছুল হক, সাংবাদিক রেদওয়ানুর রহমান, এটিএম আফছার আলী, নাদিম হোসেন, আনিসুর রহমান আগুন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ মামুন-উর-রশিদ।