এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এক শিশু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার উপজেলার রামভদ্র কদমতলী গ্রামের আলেফ মন্ডলের শিশু কন্যা নাজমা খাতুন (৯) সবার অজান্তে শয়ন ঘরের টুইয়ের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ থেকে সে মানসিক রোগে ভুগছিল। ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান- তার বাবা-মা দিন মজুরের কাজ করার জন্য বাড়ির বাহিরে ছিলেন। এই সুযোগে নাজমা আত্মহত্যা করে। থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।