সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন হোটেল- রেস্টুরেন্ট ও বিপনী বিতানে ভোক্তা অধিকার আইন ২০০৯, অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ও বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এ পরিচালিত ভ্রাম্যমান আদালত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসংযোগ কার্যক্রম অব্যহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট এসএম গোলাম কিবরিয়া।
তিনি শবিনার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাঠগড়া হাট রোডের লিমন চন্দ্রের রেস্টুরেন্ট এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স থাকাসহ খাদ্যপণ্য তৈরিতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে ৩ হাজার টাকা, রেলস্টেশনের সামনের মিজান রেস্টুরেন্ট ও ফাস্টফুড রেস্টুরেন্টে ২ হাজার করে জরিমানা করা হয়। এছাড়া স্টেশন রোডের মিলন এর মালিকানাধীন মিষ্টির দোকান এর ট্রেড লাইসেন্স ও ব্যবসা পরিচালনার জন্য অনুমতিপত্র না থাকায় ১ হাজার টাকা, বসুনিয়া ক্লথ স্টোরে ২’শ টাকা এবং বাবুল ক্লথ স্টোরে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরবর্তীতে বামন্ডাঙ্গা রেলস্টেশনের প্লাটফর্মের পাশে কেরামবোর্ড খেলার সময় দু’জনের নামে জরিমানা আদায় করা হয়। খেলার কেরামবোর্ডটি ভেঙ্গে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি উপস্থিত জনসাধারণকে সচেতনতা করতে জনসংযোগ করা হয়। এসময় সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সাথে ছিলেন।