এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গাইবান্ধার সুন্দরগঞ্জে হুইল চেয়ার নিয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শাকিলের (১১) বাড়িতে ইউএনও এস. এম গোলাম কিবরিয়া। শুক্রবার বিকেলে শাকিলের বাড়িতে ইউএনও’র হঠাৎ এ উপস্থিতি দেখে অবাক তার পরিবারসহ স্থানীয় ব্যাক্তিরা। শাকিল মিয়া উপজেলা বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (আদর্শপাড়া) গ্রামের শাহিন মন্ডলের ছেলে। এসময় ইউএনও ব্যাক্তিগত অর্থায়নে প্রতিবন্ধী শাহিনকে হুইল চেয়ারসহ নগদ অর্থ প্রদান করেন।
বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবন্ধী শাহিনের বাবার নিজস্ব কোন জমি না থাকায় নানা বাড়িতে দীর্ঘদিন থেকে তাদের বসবাস। জীবিকা নির্বাহে শাহিনের বাবা নিয়মিত ঢাকা শহরে রিক্স্রা চালান। প্রতিবন্ধী ভাতা পেত শাহিন। সে সুবাদে ওই পরিবারে সাথে পরিচয় হয় ইউপি চেয়ারম্যানের। পরিচয় থেকে সু-সম্পর্ক গড়ে উঠে অসহায় শাহিনের পরিবারের সাথে। ইউপি চেয়ারম্যান নজমুল হুদা বিশেষ নজর দেন পরিবারটির উপর। সম্প্রতি ট্রেন দূর্ঘটনায় আহত হয় প্রতিবন্ধী শাহিন মিয়া। বিষয়টি চেয়ারম্যাকে কষ্ট দেয়। বর্তমান ইউএনও’র কর্মকান্ড থেকে চেয়ারম্যানের বিশ্বাস শাহিনের পরিবারের বিষয়টি তাকে জানালে একটা ব্যবস্থা নিবেন তিনি। পরে চেয়ারম্যান শাকিলের পরিবারকে ইউএনও’র সাথে দেখা করতে বলেন এবং নিজেও বিষয়টি নিয়ে ইউএনও’র সাথে কথা বলেন। বিষয়টি জানার দু’দিন পরেই ইউএনও এস. এম গোলাম কিবরিয়া হুইল চেয়ার ও নগদ অর্থসহ উপস্থিত হন প্রতিবন্ধী শাকিলের বাড়িতে। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও ইউপি চেয়ারম্যান নজমুল হুদা। ইউএনও জানান, বিষয়টি শোনার পরে ব্যাক্তিগত অর্থায়নে হুইল চেয়ার এবং চিকিৎসার জন্য নগদ কিছু অর্থ দেই পরিবাটিকে।